স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনে চাঁদপুরে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে: সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার পাদদেশে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শণ। ১৬ থেকে ১৯ ডিসেম্বর চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজনে চার দিনব্যাপি বিজয়মেলা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমূহ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সুবিধাজনক সময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সুবিধাজনক সময় সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় চাঁদপুর ক্লাবে শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান। সুবিধাজনক সময় হাসপাতাল, জেল খানা, সরকারি শিশু সদন, শিশু পরিবার/ বাক শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ খাবার সরবরাহ, শহরের প্রধান প্রধাুন সড়ক ও সড়ক দ্বীপ ও বিভিন্ন স্থাপনা সমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙিন নিশান ধারা সজ্জিতকরন। দিনব্যাপী চাঁদপুরের সকল বিনোদনমূলক স্থান, শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকেটে প্রদর্শনের ব্যবস্থা, দিনব্যাপী, মিলনায়তনে/ সিনেমাহলে বিনা টিকেটে শিক্ষার্থীদের জন্য জেলা তথ্য অফিসার চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণী এবং জেলার সর্বত্র মিলনায়তনে/ উন্মুক্ত স্থানে মুক্তিযোদ্ধা ভিত্তি প্রামান্য চিত্র প্রদর্শনী।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>