ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত। তবে এর জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে— আলোচনার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যেন কোনো ধরনের সামরিক হামলা না হয়, সে বিষয়ে নিশ্চিত থাকতে চায় তারা।
আব্বাস আরাগচি বলেন,“আমরা সংলাপে ফিরতে চাই, তবে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রেখে আলোচনা চলতে পারে না। আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত না হলে, কোনো আলোচনাই টিকবে না।”
২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি (JCPOA) থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে সরে দাঁড়ালে চুক্তিটি কার্যত স্থগিত হয়ে যায়। এরপর থেকেই ইরান ধাপে ধাপে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাতে সাইবার এবং ড্রোন হামলার অভিযোগ এনেছে।
এ পরিস্থিতিতে ইরান চায়, আলোচনা চলাকালীন সময় অন্তত দেশটির পারমাণবিক অবকাঠামো যেন নিরাপদ থাকে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিক্রিয়া:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, তারা কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে ইরানের এই শর্ত আলোচনা প্রক্রিয়া জটিল করে তুলছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এই শর্তকে “গঠনমূলকভাবে বিবেচনার দাবি রাখে” বলে মন্তব্য করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নিশ্চয়তা দেওয়া হলে আলোচনার পথ সুগম হতে পারে, তবে ভূরাজনৈতিক বাস্তবতায় বিষয়টি কতটা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>