প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১২:২২ এ.এম
মনোনয়ন প্রত্যাশী এমএ হান্নান মনোনয়ন না পাওয়ায় ফরিদগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। এতে পুষে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৩ নভেম্বর) রাত ১০ টা থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পর্যন্ত ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় চরম ভোগান্তি।
বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডাক্তার আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা,পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদহোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু,পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক শাওন চৌধুরী।
বক্তারা বলেন, বিএনপির রাজনীতির জন্য সর্বস্ব হারানো এমএ হান্নান দীর্ঘদিন কারাবরণ করে মিথ্যা মামলার ঘানি টেনেছেন। ব্যবসাসহ হারিয়েছেন সবকিছু। তিনি এমপি না হয়েও উপজেলার সকল স্তরের মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। অতছ এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে। আসনে বিএনপির নেতাকমীদের প্রত্যাশা এমএ হান্নানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া ফরিদগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা কখনো মেনে নেবে না। অবিলম্বে মনোনয়নবঞ্চিত বিএনপির ত্যাগী নেতা এমএ হান্নানকে মনোনয়ন না দিলে ফরিদগঞ্জের বিএনপির সকল নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবেন। এ কর্মসূচিতে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের সড়ক অবরোধের কারণে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকা থেকে প্রায় ৪ কিলো সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার রাত থেকে চলমান অবরোধের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। স্বাভাবিক হয়নি সড়কে যানবাহন চলাচল।
লক্ষীপুর থেকে চাঁদপুর সদর এলাকায় ডাক্তার দেখাতে যাওয়া মো. মোস্তাফিজুর রহমান, গৃহবধূসহ আরো অনেকে ভোগান্তির শিকার হয়েছেন। তারা বলেন, আমরা সাধারণ জনগনের দোষকোথায় আমরাকেন হয়রানীর শিকার হবো। দ্রুত এইসব বন্ধ করা প্রয়োজন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম জানান, এমএ হান্নান চৌধুরী-সমর্থিত বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীদের অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচলে রাস্তায় যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, এ উপজেলায় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে বিজয়ী সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.