প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:১৩ এ.এম
হাইমচরের দেড় কিলোমিটার সড়ক যেনো ডোবায় পরিণত

জাহিদুল ইসলাম, হাইমার অফিস ঃ হাইমচর উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের জনতা বাজারের পরে মইনুদ্দি বাড়ি হতে ভাইয়া ব্রিক ফিল্ড হয়ে বর্ডারফোল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার 'সড়ক নয় যেন এক ডোবা'। গত কয়েক বছর ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন এলাকার মানুষের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি এলাকার হাজারো মানুষের চলাচলের রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার পানি জমে সেই গর্তগুলো এখন আক্ষরিক অর্থেই ছোট ডোবায় পরিণত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে গাড়ি চালক পর্যন্ত সবাই অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা শহীদ পাটোয়ারী জানান, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙেচুরে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, "আমার বাড়ির পাশেই একটি বড় গর্ত হয়েছে। প্রায় প্রতিদিনই দু-একটি গাড়ি এই গর্তে পড়ে উল্টে যায়, এতে অনেকে আহত হন।"
আরেকজন স্থানীয় ব্যক্তি শাহাজান বলেন, "কয়েক বছর যাবত রাস্তাটি সংস্কার হয়নি। রাস্তাটি দিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে।"
কয়েকজন স্কুল-মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী তাদের ভোগান্তির কথা জানায়। তারা বলে, "এই রাস্তাটি দিয়ে স্কুল-মাদ্রাসায় যেতে আমাদের খুবই ভয় করে। বিভিন্ন জায়গায় ভেঙে বড় বড় গর্ত হয়েছে। গাড়ি দিয়ে স্কুলে যেতে পারছি না। হেঁটে যেতেও অনেক সময় ভয় লাগে, কারণ গর্তে বৃষ্টির পানি জমে ডোবার সৃষ্টি হয়েছে।" তারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে যাতে সঠিক সময়ে নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারে।
সড়ক দিয়ে চলাচল করা একজন নারী পথচারী বলেন, "রাস্তাটি দিয়ে গাড়ি দিয়ে চলাচল করা তো দূরের কথা, এখন হেঁটে যাওয়াই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কোনো অসুস্থ রোগীকে রাস্তাটি দিয়ে গাড়ি করে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না।" তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য অনুরোধ জানান, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।
গাড়ি চালকরাও তাদের ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তার বেহাল দশার কারণে তারা যাত্রী নিয়ে চলাচল করতে পারছেন না। জরুরী রোগী নিয়েও এই রাস্তা দিয়ে যেতে চরম সমস্যা হচ্ছে। তারা বলেন, "বড় বড় গর্ত থাকায় চাকা পড়ে গেলে অনেক সময় গাড়ি উল্টে যায়। তখন লোকজন দিয়ে ধাক্কা দিয়ে চাকা উঠাতে হয়।"
জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে এলাকার মানুষের ভোগান্তি আরও বাড়বে। এলাকাবাসী সরকারের কাছে দ্রুত এই সড়কটি মেরামত করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন, যাতে তারা স্বাভাবিক ও নিরাপদ জীবনযাত্রায় ফিরতে পারে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.