প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১২:০৭ এ.এম
মতলবের মেঘনায় অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের জেল জরিমানা

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর : মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দিনভর উপজেলার মোহনপুর, ষাটনল ও কালিপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২ টি ড্রেজার ও ২ টি বাল্কহেড জব্দ করেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা।
এ সময় বেলতলী নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
অভিযান পরিচালনা ও মোবাইল কোর্টের রায় প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা বলেন, পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারায় একটি ড্রেজার ও একটি বাল্কহেডের ৩ জন মালিক-চালককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে, অবশিষ্ট একটি ড্রেজার ও বাল্কহেডসহ ৩ জনকে নিয়মিত মামলার প্রক্রিয়ার জন্য নৌ-পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারও প্রভাব বা সুপারিশে এই অপরাধ কার্যক্রম চালানো যাবে না।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.