প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১২:২৯ এ.এম
ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি সুমনের মৃত্যু

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস : দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে ভোগার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৩১ অক্টোবর) আনুমানিক সকাল ৯:৪৫ ঘটিকার সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে হাইমচর উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমনের শারীরিক অসুস্থতা ধরা পড়ে গত মে মাসে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর "অপঁঃব গুবষড়রফ খবঁশবসরধ" রোগটি নিশ্চিত হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল।
প্রয়াত ওসি সুমন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৭ অক্টোবর ২০২৪ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং যোগদানের পর থেকেই হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছিলেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম তাঁর সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, পুরো হাইমচর থানায় শোক বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ এশা তাঁর নিজ এলাকা কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এক শোক বার্তায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা এলাকার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.