প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১২:২৮ এ.এম
জনগণের মাঝে আস্থা অর্জন করতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রশিক্ষণ কর্মসূচি
জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ জনগণের কাছে গিয়ে নিয়মিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আস্থা অর্জনের মাধ্যমে দলের কার্যক্রমে গতি আনার নির্দেশনা দিয়ে হাইমচর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, "প্রতিদিন লিফলেট নিয়ে জনগণের কাছে যেতে হবে।" "যার যেখানে দায়িত্ব রয়েছে সে প্রতিদিন সেখানে যাবেন লিফলেট নিয়ে। ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করতে হবে।" "জনগণের মাঝে আস্থা অর্জন করতে হবে।"
তিনি আরো বলেন, "আস্থা তৈরি করতে হলে নিয়মিত তাদের কাছে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।"।তিনি বিশেষভাবে ১৮ থেকে ৩০ বছর বয়সী আস্থাহীনতায় ভোগা তরুণদের মাঝে আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দেন। দলের কর্মীদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "টিমে থাকতে হলে কাজ করতে হবে। লোক দেখানো হলে প্রয়োজন নেই টিমে। যারা কাজ করবে ৫ জন ৫ জনই।"
এছাড়াও তিনি কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের সম্পৃক্ত করা, প্রত্যেক সিনিয়রকে একেক কমিটির সমন্বয়কের দায়িত্ব দিয়ে কাজ করানো এবং অভিযোগমুক্ত নেতাদের ভোট চাইতে যাওয়ার নির্দেশ দেন।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনূর বেগম, প্রশিক্ষক ও জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব ও হাইমচর উপজেলা বিএনপি নেতা অধ্যাপক হারুনুর রশিদ গাজী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, প্রশিক্ষক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মো. হাবিব, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ সহ হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.