প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১২:০৩ এ.এম
চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

স্টাফ রিপোর্টার : লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চেক পোস্ট বসিয়ে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৩৮টি যানবাহনে তল্লাশি করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সদরের বাবুরহাট বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে চেক পোস্ট বসিয়ে যৌথ বাহিনী ১৩৮টি যানবাহনে তল্লাশি করে। এ সময় মোটরসাইকেল চালক ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ১৩ মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া একটি গাড়ি জব্দ করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.