তৃতীয় পাতা , হাজীগঞ্জ

হাজীগঞ্জ বলাখাল জে এন হাই স্কুল এন্ড কলেজে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুজন দাস ঃ সোমবার (২৮ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ পৌরসভার ০১ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম বলাখাল জেএন হাই স্কুল এন্ড কারিগরি কলেজ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা ও বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মো.আবু তাহের মজুমদার এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক গোলাম সরোয়ার,বাবু রনজিৎ পাল ফাহিমা আক্তার এর যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তপন চন্দ্র পাল,হাজীগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো.মোখলেসুর রহমান,বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, চন্দবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবু নাসের আদনান, সাবেক ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ফরিদ আলম,সাবেক সহকারী শিক্ষক বাবু বিমল কান্তি দাস,২ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, মুন্সী, সহকারী অধ্যাপক খোদেজা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক -শিক্ষিকাবৃন্দ,অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।