চতুর্থ পাতা , হাজীগঞ্জ

হাজীগঞ্জে রানার বাজাজ গাড়ীর নতুন শো-রুমের উদ্বোধন
সুজন দাস ঃ হাজীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রানার বাজাজ গাড়ীর নতুন শো-রুমের উদ্ধোধন করা হয়েছে। গত শনিবার সকালে পশ্চিম বাজারস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে অবস্থিত রানার বাজাজ শো-রুমের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মের্সাস এন এন এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. তালুকদার আল মামুন ও রানার অটোমোবাইল লিমিটেডের বিভাগীয় প্রধান সৌরভ আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ। মের্সাস এন এন এন্টার প্রাইজের সত্ত্বাধীকারী নাছির উদ্দিন নাছিরের সভাপ্রধানে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসার জন্য উরর্ব ও প্রসিদ্ধ স্থান। এখানে ব্যবসা করার জন্য প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী সমিতি, স্থানীয় এবং এলাকাবাসীগণ সহযোগিতা করে থাকে। তারই অংশ হিসেবে এন এন এন্টার প্রাইজকেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে। গাড়ি বিক্রির সময় গাড়ির মালিক ও চালকদের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়ার জন্য অতিথিবৃন্দ শো-রুমের সত্ত্বাধীকারীর প্রতি দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা চাইলে সকল গাড়ির কাগজপত্র ও ডাইভিং লাইসেন্স নিশ্চিত করা সম্ভব। মানিক ডিজিটাল সাইনের সত্ত্বাধীকারী আনোয়ার হোসেন মানিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ট্রাফিকের উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম, রানার অটোমোবাইল লিমিটিডের জোনাল হেড নাইম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, ছাত্রনেতা জয়ন্ত আইচ, মামুনুর রহমান মোল্লাসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন পরিবহনের মালিক, চালক ও শ্রমিকগণ।