প্রথম পাতা , চাঁদপুর সদর , শীর্ষ খবর , ব্রেকিং নিউজ

স্বর্ণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি
হাছিনুর আকরাম ঃ চাঁদপুর বাস টার্মিনাল সংলগ্ন স্বর্ণখোলায় সোমবার এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পাঁচটি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকারও অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্বর্ণখোলার জুটপট্টিতে সোমবার এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। স্থানীয়সূত্রে জানা যায় জুটের সুতা মন্থনকারী মেশিন থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘন্টা তা-ব চালানোর পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ততক্ষণে একটি জুট গোডাউন পুড়ে ছাঁই হয়ে গেছে। সেই আগুনের লেলিহান শিখা স্পর্শ করে আরও চারটি দোকান। ফায়ার সার্ভিস পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আসে দুই ঘন্টা পরে। ততক্ষণে অর্ধকোটি টাকারও অধিক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় আবু তাহের সোহেল নামক একজন ক্ষোভের সাথে জানান, ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ঘন্টারও বেশি সময় লাগায়। ততক্ষনে ক্ষতি হয়েছে অর্ধকোটি টাকারও বেশি সম্পদ। বাংলাদেশের ফায়ার সার্ভিস ব্যবস্থা আরও আধুনিক করা প্রয়োজন।
এ ব্যাপারে চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।