শীর্ষ খবর , শেষ পাতা , হাজীগঞ্জ

শুধু খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত করা সম্ভব নয় প্রয়োজন সচেতনতা-আ.স.ম মাহবুব-উল-আলম লিপন
এস.এস.মিরাজ মুন্সী, হাজীগঞ্জ ঃ হাজীগঞ্জ বাজারের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ওকে এন্টারপ্রাইজ এর উদ্যোগে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী মিনি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কাজী সেভেন ্স্টারকে ট্রাইবাগারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন শেখ রাসেল একাদশ। ওকে এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. কাউছার হামিদ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বলেন, শুধু খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা। হাজীগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ডে আগের তুলনায় মাদক কমে আসছে। প্রশাসন এ ব্যপারে কঠোর ভূমিকা নিলে অচিরেই তা নির্মূল করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, যারা মাদকের সাথে জড়িত তাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে নিজেকে অনেক উচ্চস্থানে প্রতিষ্ঠিত করা সম্ভব। এসময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সম্পাদক রোটা. আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদারসহ আরো উপস্থিত ছিলেন। হাজাীগঞ্জ বাজার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, আলহাজ্ব কাজী কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিসহ টূর্ণামেন্টে আগত অতিথিবৃন্দ ও ক্রীড়াপ্রেমিক যুবকসমাজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাজীগঞ্জ মডেল সরকারি ইউনির্ভাসিটি প্রভাসক মো. জাহিদ হোসেন।