প্রথম পাতা , শাহরাস্তি , ব্রেকিং নিউজ

শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রী নিয়ে এক সন্তানের জনক উধাও
মোঃ মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রী ঘর, বর, দুই সন্তান রেখেই অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। উধাও গৃহবধূর শশুর পুত্রবধূর সন্ধানে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উপজেলার সূচীপাড়া উত্তর ইউপি’র দৈইকামতা গ্রামের নস্বাজদী বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ শ্বশুরালয়ের স্বজন, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত ১২ বছর পূর্বে ওই বাড়ির মোঃ আমির হোসেনের পুত্র মোঃ শাহজাহান (৩৫) পৌর শহরের সুয়াপাড়া গাজীবাড়ি মৃত সিদ্দিকুর রহমানের কন্যা আমেনা বেগমকে (২৭) বিয়ে করে। ওই সময় উদ্যমী কর্মমুখী স্বামী শাহজাহান মাছের চাষ ও সিএনজি চালিত অটোরিকশা ব্যবসা করতো। এক সময় স্ত্রীর আপত্তি ও ভাগ্য বদলে সে পাড়ি জমায় কাতারের রাজধানী দোহায়। এরই মধ্যে ওই দম্পতির সংসারে দুটি পুত্র সন্তান ভূমিষ্ঠ শেষে বড় হয়ে উঠে তারা। এতে ওই দম্পতির সংসারের সুখের হাওয়া বইতে শুরু। কিছু দিন যেতেই আমেনা স্বামীর অনুপস্থিতিতে অন্য সুখের অনুভূতি পেতে ক্রমে ব্যাকুল হয়ে ওঠে।তার আচরণে দেখা দেয় পরিবর্তন, শুরু করে নতুন প্রেমের ভিশন।ওই পরকিয়ার সর্ম্পকের সখ্যতা গড়ে ওঠে স্থানীয় এক যুবকের সঙ্গে। ওই আসক্তির টানে সম্প্রতি ওই গৃহবধূ কয়েকবার পরিবারের অগোচরে বিভিন্ন স্থানে কয়েকদিনের জন্য মধুচন্দ্রিমায় ঘুরে আসেন।তখন তার স্বামীর পরিবার সামাজিক মর্যাদার কথা মাথায় রেখে সব হজম করে মেনে নেয় সব। অবশেষে গত শুক্রবার (৫জুন) সকালে শ্বশুরালয়ের কাউকে কিছু না জানিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় আমেনা।ওই দিন গড়িয়ে রাত এলে শ্বশুরালয়ের স্বজনরা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে।এতেও তার সন্ধান না মিলায় শনিবার (৬জুন) ওই গৃহবধূ শ্বশুর আমির হোসেন পুত্রবধূ নিখোঁজের শাহরাস্তি থানায় একটি ডায়েরি করেন। ওই অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, আমেনা যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়, আর রেখে যায় তার দুই পুত্র মোঃ সাকিব (১১) ও শিহাবকে (৬)। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই গৃহবধূ স্থানীয় (জ-অদ্যাক্ষের) এক সন্তানের জনক যুবকের সঙ্গে উধাও কথাই এলাকায় ভাইরাল হচ্ছে ।ওই প্রেমিক যুবক ১ বছর পূর্বে তার এক নিকট আত্মীয়কে বিবাহ করে। রোজার মাসে তাদের সংসারে একটি সস্তান ভুমিষ্ঠ হয়। ওই যুবক তার বাচ্চা স্ত্রী সংসার সব রেখে দুই সন্তানের জননী আমেনাকে নিয়ে উধাও হওয়াতে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এদিকে অভিযুক্ত গৃহবধূর অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার উপ-পরিদর্শক কুতুব উদ্দিন জানান, অভিযুক্তকে খুঁজে বের করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।