শেষ পাতা , শাহরাস্তি , ব্রেকিং নিউজ

শাহরাস্তিতে খেলতে গিয়ে প্রাণ হারাল শিশু মঞ্জিল
মোঃ মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মঞ্জিল(৬) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। সোমবার (২০ জুলাই) পৌর শহরের ৪নং ওয়ার্ডের সোনাপুর মহল্লার মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর পরিবার, স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার রায়শ্রী উত্তর ইউপি’র আনন্দপুরা গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের স্ত্রী হাসিনা বেগম (৩৫) পিত্রালয় দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। সোমবার দুপুরে তাদের ছোট ছেলে শিশু মঞ্জিল তার বন্ধু আশিক, হিমেলকে নিয়ে প্রতিদিনের ন্যায় মরহুম মিন্টু চেয়ারম্যান বাড়ি সংলগ্ন একটি মাছের খামার এলাকা ঘুরতে যায়। ওই সময় বন্ধুদের অজান্তে সে (মঞ্জিল) হঠাৎ করে হারিয়ে যায়। কিছু সময় অতিবাহিত হতেই সঙ্গে থাকা বন্ধুরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। ওই সময় তাদের সন্দেহ হলে তারা মঞ্জিলের বাড়িতে খোঁজ পাঠিয়ে তাকে মাছের খামারের পানিতে খুঁজতে থাকে। একপর্যায়ে অচেতন অবস্থায় মঞ্জিলের সন্ধান পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। ওই সময় কর্তব্যরত ডাঃ আয়েশা সিদ্দিকা শিশুটি মঞ্জিলকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর সংবাদ নিশ্চিত হতেই মা নাসিমা ও প্রবাসী পিতা আবুল বাশারসহ স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার মামা শাহজালাল জানান, মঞ্জিল স্থানীয় আল-আমিন একাডেমীর প্লে শ্রেণির ছাত্র ছিল। পরে ওই রাত বাদ এশার নামাজের পর তাদের পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে শিশুটিকে দাফন করা হয়।