শাহরাস্তি , তৃতীয় পাতা

শাহরাস্তিতে আবদুল আউয়াল ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প
মোঃ মাসুদ রানা,শাহরাস্তিঃ শাহরাস্তিতে মরহুম আবদুল আউয়াল চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। এবারও প্রতি বছরের ন্যায় শাহরাস্তির কৃতি সন্তান, মেহার দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মরহুম আবদুল আউয়াল চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। শুক্রবার দিনব্যাপী শাহরাস্তি পপুলার হাসপাতালে বিনামূল্য এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ওই সময় ররোগীদের বিনামূল্য স্বাস্থ্যসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ও মরহুমের সুযোগ্য পুত্র ডা: মো: আহসানুল কবির, গাইনী বিশেষজ্ঞ ডা: নাজমুন নাহার মিতু, ও ইএনটি বিশেষজ্ঞ ডা: মো: ইমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন মরহুম আবদুল আউয়াল চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি ও শাহরাস্তি পৌর আওয়ামীলীগের যুগ্নআহবায়ক মরহুমের সুযোগ্য বড় ছেলে সাইফুল কবির সুমন, পপুলার হাসপাতালের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক মরহুমের ছোট ছেলে মাহফুজুল কবির, পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র মাধু, পরিচালক কৃষ্ণ কান্ত পাল।দিনব্যাপী বিনামূল্য স্বাস্থ্যসেবা ক্যাম্পের অংশ হিসেবে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়।