পঞ্ছম পাতা , হাজীগঞ্জ

মিশওয়ার গ্রুপের সিএফও মোশাররফ হোসেনের এককালিন অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার ঃ শাহরাস্তি উপজেলার হাটপাড় শহীদ সিদ্দিক স্মৃতি সপ্রাবির শ্রেণী কক্ষ সংকট দূরীকরণে এককালিন আর্থিক অনুদান সহযোগীতা করেছেন মিশওয়ার গ্রুপের সিএফও শাহরাস্তির কৃতি সন্তান মোশাররফ হোসেন। বিদ্যালয়ের শ্রেণী কক্ষ সংকটে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ব্যাহত হচ্ছে এলাকার যুব সমাজ থেকে এ খবর শুনে তিনি বিদ্যালয়টির পাশে এসে দাঁড়িয়েছেন। শ্রেণি কক্ষ সংকুলান দূর করতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এড. বদরুদ্দোজা পাটোয়ারী ফারুক এবং প্রধান শিক্ষক জাহেরা বেগম এর হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশওয়ার গ্রুপের সিএফও মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এলাকার কয়েকজন যুবকের মাধ্যমে জানতে পারি বিদ্যালয়ের সার্বিক অবস্থা। ছাত্র-ছাত্রীদের শ্রেণী কক্ষ সংকট দূরীকরণে সরকারের পাশাপাশি আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। আশা করি সরকার মহোদয় এর স্থায়ী সমাধানে দ্রুত এর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। এছাড়া তিনি চাঁদপুরকে বেকার মুক্ত করণে সর্বদা কাজ করে যাবেন। এলাকার বিভিন্নজন থেকে জানা যায় এ পর্যন্ত দু’শতাধিক লোকের কর্মসংস্থান করেছেন বলে জানা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেরা বেগম এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মণিপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, দুর্বার নিউজ ২৪ ডট কম এর সম্পাদক রুহুল আমিন, ৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সোহেল পাটওয়ারী, ১ম শ্রেণীর ঠিকাদার ছেনায়েত উল্ল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কে এম সালাউদ্দিন, মানবাধিকার কর্মী শেখ ফরিদ, মোঃ ইব্রাহিম, শাহরাস্তি উপজেলা ইত্তেফাক প্রতিনিধি জসীম উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার, সালমা আক্তার, আজমীর পেয়ারী প্রমুখ।