প্রথম পাতা , ব্রেকিং নিউজ , মতলব দক্ষিণ

মতলব প্রেসক্লাবের ২০২০-২১ সালের নব গঠিত কমিটির সভাপতি শ্যামল ও সম্পাদক হায়দার মোল্লা
স্টাফ রিপোর্টার ঃ ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবের ২০২০-২০২১ সালের নব গঠিত কমিটির সভাপতি পদে রোটা. শ্যামল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক পদে গোলাম হায়দার মোল্লাকে সর্ব সম্মতিক্রমে মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ জুলাই সোমবার বিকেল ৪টায় মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদায়ী সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের ঐক্যর স্বার্থে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এই সময় অন্যান্য সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অচিরেই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এদিকে, নব নির্বাচিত কমিটিকে রোটা. গোলাম সারওয়ার সেলিমসহ অন্যান্য উপস্থিত সাংবাদিকবৃন্দ ও সুধীজন অভিনন্দন জানিয়েছেন।