শীর্ষ খবর , ফরিদগঞ্জ , ব্রেকিং নিউজ

ফরিদগঞ্জে ভুয়া ডাক্তার বিজ্ঞাপন, দু’ফার্মেসীসহ ৪ প্রতিষ্ঠনাকে জরিমানা
স্টাফ রিপোর্টার ঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা, পরিচালক প্রশাসন এবং জেলা প্রশাসক চাঁদপুর এর তত্ত্বাবধানে সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার কালীর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার অভিযান পরিচালনা করা হয়। ১৬ মে শনিবার সকালে উক্ত বাজার তদারকিতে প্রায় ১২টি প্রতিষ্ঠানে ঔষধ, চাল, ডাল, তেল, চিনি, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। মূল্য তালিকা না থাকায় একজন মাংস বিক্রেতাকে দেড় হাজার টাকা, অবৈধ কসমেটিক বিক্রির দায়ে বিক্রেতাকে ২ হাজার ৫ শ’ টাকা, দুটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকায় ও ভুয়া ডাক্তার বিজ্ঞাপন থাকায় ৬ হাজার এবং ৭ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী পরিচালক নুর হোসেন জানান, সব মুদী দোকানের ব্যবসায়ীগণ মূল্য তালিকা আপডেট রেখে টাঙ্গিয়ে রেখেছেন। এ নিয়ম যেন সবসময় মেনে চলে এবং দ্রব্যমূল্যের দাম যেন সহনীয় পর্যায়ে রাখা হয় সে ব্যাপারে আইনানুগ পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মাস্ক, হ্যান্ডহ স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদির মূল্যও যাচাই করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং নায্যমূল্যে পণ্য বিক্রয় করতে সব ব্যাবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। সবার মাঝে লিফলেট বিতরণ করে উক্ত বিষয় সম্পর্কে সচেতন করা হয়।ভোক্তা অধিদপ্তরের অভিযান জনস্বার্থে চলমান থাকবে।