প্রথম পাতা , শীর্ষ খবর , ব্রেকিং নিউজ , হাজীগঞ্জ

করোনা মোকাবেলায় ক্লান্তিহীন ছুটে চলা হাজীগঞ্জ ইউএনও কোভিড-১৯’এ আক্রান্ত
এ কে আজাদ ঃ মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় দিন রাত ক্লান্তিহীন ছুটে চলা চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন। যে মানুষটি জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের নির্দেশে নিরন্ত্রর কাজ করে আসছিলেন, তিনিই আজ আক্রান্ত। কর্মকর্তা বৈশাখী বড়ুয়া করোনা ভাইরাসের ভয়কে জয় করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে সচেতন করেছেন। সাধারণ মানুষকে বুঝিয়ে ঘরে নিতে বাধ্য করার মত কাজটি করেছেন প্রতিনিয়ত। শুধু তাই নয় খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী। সাধারণ মানুষের পাঁশে দাড়ানো এই মানুষটি আজ আক্রান্ত। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭জন। গত ২৭ এপ্রিল নির্বাহী কর্মকর্তর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৮ এপ্রিল ঢাকার শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। বুধবার দুপুরে ওই রিপোর্ট চাঁদপুরের সিভিল সার্জন অফিসে এসেছে। দেশে করোনা সংক্রমণের পর থেকেই চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা ইউএনও করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে বেশ সরব ছিলেন। তার নেতৃৃত্বে হাজীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক অভিযান পরিচালিত হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে দিন রাত ছুটে চলা সরকারের এই কর্মকর্তা নিজেই আক্রান্ত হয়ে পড়লেন। এখন প্রশ্ন : ”তরী যখন ডুবতে বসে মাঝী বাঁচায় তাকে, আর মাঝী যখন নিজেই ডুবে কে বাঁচাবে তাকে”। এলাকার সাধারণ মানুষের দোয়ায় এই যুদ্ধেও সুস্থ্য হয়ে তিনি অবারো আমাদের মাঝে ফিরে আসবেন।