প্রথম পাতা , ব্রেকিং নিউজ , কচুয়া

কচুয়ায় ১দিনে একই গ্রামের ২জন সহ ৪জনের মৃত্যু
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া ঃ কচুয়া উপজেলায় ১২ জুন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ প্রতিনিধির পাওয়া খবরে ১দিনে ৪জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। প্রথমতো কচুয়ার কৃতি সন্তান চাঁদপুর জেলা শহরে বসবাসরত সাবেক কৃষি কর্মকর্তা বীর মুক্তিযুদ্ধা মোঃ রহুল আমিন করোনা উপসর্গে চাঁদপুর সদর হাসাপাতালের আইসোলেশনে মারা যায়। বিকেল ৫টায় মরহুমের নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দ্বিতীয়ত গোহট দক্ষিণ ইউনিয়নের শাহারপাড় গ্রামের অধিবাসী নাউপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির (সেলিম) হৃদক্রিয়া চিকিৎসা অবস্থা ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন, তৃতীয়ত শাহারপাড় একই গ্রামের কৈটবা ব্রীক ফিল্ড মালিক মিজানুর রহমান হৃদক্রিয়া চিকিৎসা অবস্থায় কুমিল্লার কুচাইতলী হাসপাতালে মারা যায় ও ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মোল্লা বাধ্যকজনিত রোগে মৃত বরণ করে।