কচুয়া , পঞ্ছম পাতা

কচুয়ার নুরপুর ৮৫নং সপ্রাবি’র ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেনের সফলতা
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া ঃ কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের ৮৫ নং নুরপুর সারকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনির হোসেন সফলতার সাথে বিগত দুই বছরে দায়িত্ব পালনে শিক্ষার মান-উন্নয়নসহ বিদ্যলয়টি ব্যাপক উন্নয়নের ধার দুয়ারে পৌছে দিয়েছে বলে এলাকার মানুষের মধ্যে সুনাম অর্জন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা রহমান জানান, তিনি প্রায় দুই বছর দায়িত্ব গ্রহণের পর তার ব্যক্তিগত তহবিল থেকে এবং আপ্রান প্রচেষ্টায় বিশেষ করে বিদ্যালয়ের উন্নয়নের মধ্যে অফিস কক্ষ ডিজিট্যাল ব্যানার ধারায় সজ্জিতশরন, বালু দিয়ে মাঠ ভরাট, মাঠের পানি নিষ্কাশন, ওয়াসব্লক,বিদ্যালয়ের সীমানা প্রাচীর, অফিস কক্ষ টাইলস, শ্রেনী কক্ষ রং করন,অসহায় ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরন,কৃতি শিক্ষার্থীদের নামের তালিকা বোর্ড, সিসি ক্যামেরা স্থাপন, প্লাস্টিকের চেয়ার, শিক্ষা সফরের অনুদান, বিদ্যালয়ের ছাদ মেরামত,শৌর বিদ্যুতায়ন ও শ্রেণিকক্ষের দরজা লাগানোসহ প্রায় ৫০ টি সমস্যার সমাধানের মধ্যে বর্তমানে বিদ্যালয়টি ব্যাপক সাজ সজ্জিতরুপে রুপান্তরিত হয়েছে।