দ্বিতীয় পাতা , কচুয়া

কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আবুল হোসেন/মফিজুল ইসলাম বাবুল, কচুয়া ঃ কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৪ নভেম্বর রবিবার বিকেলে ইউনিয়নের আইনগিরী উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলাপরিষদের সদস্য মোঃ সালাউদ্দিন ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহীদ দর্জি, মোঃ হুমায়ন কবির, কামরুন্নাহার ভূইঁয়াসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে কোরআন তেলোয়াত ও জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী। প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় শুরু হয় কাউন্সিলরদের ভোট গ্রহণ অনুষ্ঠান। ভোটারদের ভোট গ্রহণে সহযোগিতায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল প্রধান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জাব্বার বাহার ও কোষাধক্ষ নাজমুল হক মজুমদার মিঠু প্রমূখ। সম্পূর্ণ গনতান্তিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনে এ ইউনিয়নের সভাপতি পদে ১”শ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন আমিন উদ্দিন। তার নিকটতম প্রতিদন্ধি ৬৪ ভোট পান বিজন কুমার সরকার। সাধারন সম্পাদক পদে ৭৩ ভোট পেয়ে জয়লাব করেন, মোঃ মনির হোসেন মে¤॥^ারে। তার প্রতিদন্ধি ৬৩ ভোট পান শাহজাহান প্রধানিয়া।