বিনোদন

ঈদুল ফিতরে অন্তরালয়ের একগুচ্ছ গান
স্টাফ রিপোর্টার ঃ এবার ঈদুল ফিতরে প্রযোজনা প্রতিষ্ঠান অন্তরালয়ের সমাজ সচেতনতামলূক বেশকিছু গান নিয়ে হাজির হচ্ছে একঝাঁক ক্ষুদে গানরাজ শিল্পী। তাদের পরিবেশনায় এবং জাহাঙ্গীর আলমের রচনায় গান গুলোর মধ্যে হচ্ছে শিক্ষাগুরু, আমরা টোকাই, জনম দুঃখী মা, ফুটপাত তুমি কার, নারী কোন নারী এ কেমন নারী, ছেলে মেয়েরা ব্যস্ত হাই-হ্যালো নিয়ে, উই ওয়ান্ট জাস্ট্রিস। গানগুলোতে বর্তমান সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরা হয়েছে। সবগুলো গানের কথা লিখেছেন মোঃ জাহাঙ্গীর আলম, সূর করেছেন আল-আমিন খান ও এস রুহুল। কন্ঠ দিয়েছেন জাহিদ রিপন, ফারহানা নিপা, আশা, ঐক্য জিৎ, সেজুতি ও শ্রাবন্তী। মোঃ জাহাঙ্গীর আলম শুধু গান রচনা করেই প্রতিষ্ঠিত নয় তিনি একজন দক্ষ নাট্যকার ও অভিনেতা। তার লেখা ২১টি গান ইতিমধ্যে প্রচারে অপেক্ষায় আছে। প্রযোজনা প্রতিষ্ঠান অন্তরালয়ের কর্ণধার গীতিকার, নাট্যকার ও অভিনেতা মোঃ জাহাঙ্গীর আলম জানান, এবারের ঈদে তার প্রতিষ্ঠান থেকে তৈরী গানগুলো শ্রোতা দর্শকদের ভালো লাগবে। বিশেষ করে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সম্পর্ক কেমন থাকা উচিত সে বিষয় জানা যাবে “শিক্ষাগুরু” গানের মাধ্যমে। তিনি আরো জানান, ভিকারুন্নেসানুন স্কুলের ছাত্রী অরিত্রি অধিকারিকে উৎসর্গ করে নির্মিত হয়েছে “শিক্ষাগুরু” গানটি। এছাড়াও পথ শিশুদের নিয়ে নির্মিত হয়েছে চমৎকার একটি গান “আমরা টোকাই”। “জনম দুঃখী মা” গানের মাধ্যমে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ফুটে উঠেছে। অন্তরালয়ের জাহাঙ্গীর আরো জানান, এবার ঈদে তার লেখা গানগুলো দর্শক শুনে বেশ আনন্দ পাবে। আগামী ঈদুল আযহায় দর্শক শ্রোতাদের জন্য বেশ চমৎকার কিছু গান নিয়ে হাজির হবেন।