প্রথম পাতা , শীর্ষ খবর , ব্রেকিং নিউজ , হাইমচর

॥ হাইমচরে হোম কোয়ারেন্টিনের সংখ্যা বেড়ে ১০২জন ॥
স্টাফ রিপোর্টার ঃ করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুরে লকডাউন অব্যাহত রয়েছে। এরই মধ্যে জেলার সকল সীমান্ত এলাকায় অন্য জেলা থেকে আগতদের না আসার জন্য প্রশাসন সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারপরেও নিজ বাড়ীতে আসার জন্য সাধারণ মানুষ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। আগতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ করছে হাইমচর উপজেলা প্রশাসন। হাইমচর উপজেলায় শনিবার হোম কোয়ারেন্টিনের সংখ্যা ছিলো ৯৮জন। ১৯ এপ্রিল রোববার এই সংখ্যা ৪ জন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০২জনে। রোববার সকাল থেকে আগতদের হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবা উল আলম ভুঁইয়ার নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলার আলগী বাজার, তেলিড় মোড়, কাটাখালী, লামচরী, নয়ানীসহ বিভিন্ন বাজারে প্রসাশনের টহল যোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও নারায়নগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ৪ জনকে হোম কোয়ারেন্টিতে রাখা হয়। অদ্য পর্যন্ত মোট ১০২ হোম কোয়ারেন্টিনে আছে এই উপজেলায়।